blind মহিলাদের জন্য accessible device এর উপর training

 

August থেকে blind মহিলাদের জন্য accessible device এর উপর একটা training হবে দক্ষিণেশ্বরে রসিক ভিটা তে। এর মূল কারণ, বেশিরভাগ দৃষ্টিহীন ব্যাক্তি writer নিয়ে পরীক্ষা দেয় কিন্তু চাকরি স্থলে তো writer পাবে না তাই এইসব Technology জানা দরকার।

training শেষে কিছু company recruitment এর জন্য আসে। আগের training এর পর অনেকেই TCS এ চাকরী পেয়েছে। সবাই এই টা একটু বিভিন্ন জায়গায় share করতে পারেন যাতে আরও মানুষ জানতে পারে। course fees নেই।

 

যোগাযোগ মাধ্যম

 

+91 33 2544 4999 -- রসিক ভিটা (সারদা মঠ-দক্ষিণেশ্বর)

 

24/1, Rabindranath Tagore Rd, College Para, Dakshineswar, Kolkata, West Bengal 700035

 

 *মঙ্গলবার -- বন্ধ*

সপ্তাহের বাকি দিনগুলি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে।

ফোন নাম্বারে প্রয়োজন হলে যোগাযোগ করুন!

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar