প্রথম গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি!
১৮৬৮ সালে প্রথম লন্ডনে লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতির ব্যবহার শুরু হয়।
কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরন হতে শুরু করে,একজন পুলিশ নিহত হয়। ১৯১৪ সালে ৫ আগস্ট ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম বৈদ্যুতিক সফল সিগন্যাল বাতি স্থাপন হয়।১৯২০ সালে ডেট্রয়েট এবং নিউইয়র্কে লাল ও সবুজ রঙের সঙ্গে হলুদ বাতিও যুক্ত করা হয়।
You must be logged in to post a comment.