ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন!

বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি।এই প্রযুক্তি সম্পূর্ণ দূষণমুক্ত পরিবেশ বান্ধব,হাইড্রোজেন ট্হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি ও জল উৎপাদন হয়।

৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে এই হাইড্রোজেন ট্রেন।১২০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন,গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার,২৬৩৮ জন যাত্রী বহন করতে পারে।হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলাচল করবে এই ট্রেন।ভারতীয় রেল মন্ত্রক এই হাইড্রোজেন ট্রেন তৈরির জন্য ২,৮০০ কোটি টাকা বরাদ্দ করে, ৩৫টি ট্রেন প্রস্তুত করা হচ্ছে, এই ট্রেনে থাকবে ৮টি কোচ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar