ফ্রেঞ্চ টোস্ট:
উপকরণঃ
১/আটার পাউরুটি ৮ টি
২/ডিম ৪ টি (প্রতি পাউরুটি ১/২ডিম )
৩/দুধ ৬ চামচ
৪/মাখন ১০/১২ চামচ
৫/চিনি ৪ চামচ
৬/গোলমরিচ গুঁড়ো ২ চামচ
৭/লবন (প্রয়োজনমতো)
প্রণালীঃ
পাউরুটি গুলি ত্রিকোণ করে কেটে সামান্য সেঁকে নিন। একটি বাটিতে ডিম/ দুধ/নুন/( চিনি ১ চামচ) ভাল করে ফেটে মিশ্রণ টি তৈরীকরুন ।১টি পাত্রে মাখন গরম করে ব্রেড ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রাউন করে ভেজে নিন। উপরে চিনি / গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন । পরিবেশণের জন্য তৈরী গর্মা গরম ফ্রেঞ্চ টোস্ট।
You must be logged in to post a comment.