পৃথিবীর আয়না
সালার দে ইয়ুনি পৃথিবীর আয়না নামে সারা বিশ্বে পরিচিত। কাচ ও পারদের সমন্বয়ে প্রস্তুত সাধারণ আমার আপনার ঘরের আয়না নয় এটি একটি প্রকৃতিক আয়না,প্রকৃতির নিজস্ব আয়না সাড়ে দশ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সমতলভূমি দেখতে হুবহু আয়নার মতোই!
আশ্চর্যজনক এই আয়নার মূল উপাদান হলো লবন ।বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমে পতোসিতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমতলভূমি। । যেখানে আকাশ-জমিন মিলে একাকার!বহু পূর্বে অনেকগুলো লেকের একইসঙ্গে মিলনের ফলে জন্ম হয়েছে সালার দে ইয়ুনির। আছে কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি তে এই লবণভূমি ব্যবহৃত হয়ে থাকে। নির্দিষ্ট সময়ে পর্যটকদের প্রিয় পর্যটন স্থল সালার দে ইয়ুনি।
You must be logged in to post a comment.