বিজ্ঞানীরা খেয়ে ফেললেন ৫০,০০০ বছরের পুরনো মাংস।
১৯৭৯ সালে আলাস্কার সোনার খনিথেকে ৫০,০০০ বছরের পুরনো অবিশ্বাস্য রকমের সংরক্ষিত একটি স্টেপ বিসন দেহ আবিষ্কার হয়।আদর করে নাম দেওয়া হয়েছিল (ব্লু বেব)।বিসনটি এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে এর ত্বক/পেশী/অভ্যন্তরীণ অঙ্গ পর্যন্ত অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা এর সামান্য অংশ রান্না করে খেয়ে ফেলেছিলেন। (বিজ্ঞানীদের মতে, মাংসটি সুস্বাদু/একটু শক্ত/স্বাদ ছিল মেটে গন্ধযুক্ত)
You must be logged in to post a comment.