নিম পাতার ভেষজ গুনাগুন ও ব্যবহার!

নিম পাতার ভেষজ গুনাগুন ও ব্যবহার!

সুস্থ থাকবার জন্য প্রাকৃতিক উপায় গুলোর প্রতি মনযোগী হয়ে উঠুন।

সুস্থ হতে খাচ্ছেন গাদাগাদা ওষুধ আর জড়িয়ে পড়ছেন পার্সোপ্রতিক্রিয়ার নাগপাশের দূরভেদ্যো এক চক্রবুহে। সমাদরে অবর্থনা করছেন আরো কটি রোগের।এই প্রক্রিয়া চলবে আপনার শরীর টি যত দিন না চলন্ত একটি হসপিটালে পরিণত হয় ,মানব সভ্যতা যতই অগ্রগতির জেট গতিতে ধাবিত হোক প্রকৃতির কাছে সে আজও অসহায়। বিজ্ঞাপনের প্ররোচনায় ভূমিষ্ট শিশু কে ও আমরা অজান্তেই ঠেলেদি এই মেডিকেল কুঁচক্রির কালচক্রে যা চলতে থাকে জীবনের শেষদিন পর্যন্ত, স্কুল /কলেজ /অফিসে টিফিন বক্সের সাথে মায়েরা ওষুধের বক্স টিও সযত্নে মনে করে গুছিয়ে দেয়, মনে করিয়ে দেয় ওষুধ খেতে ভুল না হয়।আচ্ছা আমরাকি পারিনা? হাজার হাজার বছরের চিরন্তন আমাদের যে চিকিৎসা পদ্ধতি তাকে জানতে, বুজতে, আপন করতে?, বিজ্ঞান ও যাকে নত মস্তকে সসম্মানে স্বীকৃতি দেয়। মেডিকেল জায়েন্ট হাঙ্গর রা চক্রান্ত করে যাকে সেকেলে/অকেজো প্রমান করতে উঠে পরে লেগেছে, সেই ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, বিনা ব্যায় কোনো পার্সো প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে। চলুন আজথেকেই প্রকৃতি আমাদের জন্য উজাড় করে অমৃতসম যেসব অসাধারণ ঔষধি গুন সম্পন্ন শাকসবজি /গুলমো লতা /উদ্ভিদ /ফল ফুল আমাদের চারিপাশে উজাড় করে দিয়েছে তার ব্যবহার সম্পর্কে জানি।

সুস্থ থাকবার জন্য প্রাকৃতিক উপায় গুলোর প্রতি মনযোগী হয়ে উঠুন। যার অল্প একটু ব্যবহারই প্রতিদিন থাকবেন সুস্থ-সতেজ ও রোগ মুক্ত।

আমাদের অঙ্গীকার আমরা সেসকল মনিমানিক্য একে একে তুলে ধরবো আপনাদের কাছে।

শুরুটা একটু তেতোই হোক আজ জানবো নিম পাতার ভেষজ গুনাগুন ও ব্যবহার!

সন্তান সম্ভবারা /সদ্য জাতশিশু এর সেবন থেকে বিরত থাকুন 

নিম একটি ভেষজ উদ্ভিদ:

গুনাগুনের মানদন্ড বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‌ নিমকে ‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষনা করেছে। 

🚫যেকোনো এন্টিসেপ্তিক পণ্যের কাঁচামাল হিসাবে নিমের চাহিদা বিশ্ব জুড়ে প্রচুর এন্টিসেপ্তিক গুনে সমৃদ্ধ হওয়ায় ব্যাকটিরিয়া/ভাইরাসের জম, 

🚫ক্ষত ষ্ঠানে বা ঘা পেজড়ায় ত্বকের চুলকানি সমস্ত চরমোরোগে এর ব্যবহার সুফল দেয় 

🚫পোকামাকরের দংশনে জ্বালা ব্যথা নিমপাতা বাটা প্রলেপ আরাম দেয়।

🚫নিমপাতা বাটা গায়মেখে ও নিমপাতা জলে ফুটিয়ে স্রান করলে শরীরে কোনো চরমো রোগ হবেনা ত্বক নিয়ে আপনার সকল দুশ্চিন্তা দূর হবে।

🚫নিম পাতা নুনসহযোগে /নিমডাল (দাঁতন ) দাত মাজলে মুখের দুর্গন্ধ রোগ বা দাঁতের কোনো সমস্যা আপনাকে কখনো ভোগাবেনা বয়েসকালে বাঁধতে হবেনা দাত।

🚫কয়েকটি নিমপাতার পেস্ট মুলতানি মাটি ও গোলাপজল সহযোগে ফেইস প্যাক বানিয়ে ব্যাবহারে মুখশ্রী হবে উজ্জ্বল ব্রণ /দাগ হবেনা।

🚫উকুন হলে নিমের পাতা বেটে তার রস ধীরে ধীরে সমস্ত চুলে /মাথায় লাগিয়ে বেসকিছুক্ষন রেখে দিন শুকিয়ে গেলে মাথা ধুয়ে ফেলুন।কিছুদিন দিন এভাবে ব্যবহারে উকুন চলে যাবে আপনার চুলের স্বাস্থ ও থাকবে ভালো ।

🚫কফ জনিত বুকবেথায় কুসুমজলে ২৫/৩০ ফোটা নিম রস সহযোগে কয়েক বার সেবন আরাম দেয়।

🚫পুরোনো পেটের সমস্যায় কুসুমজলে ২৫/৩০ ফোটা নিম রস সহযোগে সকাল /সন্ধ্যা কয়দিনের সেবন উপশম দেয়।

🚫সপ্তাহনতে খালি পেটে সকালে মধুযোগে নিমের রস সেবনে (বাচ্চাদের জন্য ৭-১০ফোঁটা, বয়স্কদের জন্য ১ চামচ )বহু রোগ নিরাময় হয় বিশেষত জন্ডিস /কৃমি /

🚫গরম করায় নিমপাতা নেড়ে নিন হাত দিয়ে চাপলেই গুঁড়ো হয়েযাবে একটি কাঁচের যারে সংরক্ষণ করুন।গরম ভাতে ঘি /সর্ষের তেল বা শুধু নিমপাতা ১/২ চামচে গুঁড়ো দিয়ে পরীরবারের সকলকে মাঝে মাঝে পরিবেশন করুন।

 

আপনি নিজেই উপলব্ধি করবেন শরীরের ভেতর থেকে থাকবেন চনমনে তরতাজা ছোট খাটো রোগবাধি থাকবেনা আপনার বাড়ির ত্রিসীমানায়।

 

নিম গাছ বাড়িতে থাকা খুবই ভালো সনাতন ধর্মে নিমগাছ বাস্তুতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ,হয়তো এর ভেষজ গুনের জন্যই, বাড়িতে জায়গা কমথাকলে টবে লাগাতে পারেন নিম চারা বেশি পরিচর্যা তেমন করতেহয়না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar